Home  /  News

বাংলাদেশে নিয়মিতভাবে লিভার ট্রান্সপ্ল্যান্ট শুরু

বাংলাদেশ ডায়াবেটিক সমিতির অন্যতম প্রতিষ্ঠান ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে নিয়মিতভাবে লিভার ট্রান্সপ্ল্যান্ট (প্রতিস্থাপন) শুরু হলো। অধ্যাপক মোহাম্মদ আলীর নেতৃত্বে ৩০ সদস্যের একটি চিকিৎসক দল গত বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি, ২০২০) সফলভাবে এই লিভার প্রতিস্থাপন সম্পন্ন করেন। কুমিল্লানিবাসী জাহানারা খাতুনকে লিভারের একটি অংশ দান করেছেন তার ছেলে এডভোকেট শরিফুল ইসলাম। লিভারদাতা ও গ্রহীতা দুজনেই সুস্থ আছেন। উল্লেখ্য, ২০১০ সালে প্রথম সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট হলেও তা বিভিন্ন কারণে নিয়মিত করা যায়নি। এখন থেকে ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে বারডেমের সহায়তায় নিয়মিত লিভার প্রতিস্থাপনের সকল উদ্যোগ সম্পন্ন হয়েছে।

liver transplant unit in Ibrahim Cardiac Hspital

বাংলাদেশে লিভার ট্রান্সপ্লান্ট কার্যক্রম শুরু সম্পর্কে মত বিনিময়ের জন্য আজ ২০ ফেব্রুয়ারি ২০২০ বৃহস্পতিবার বেলা ১২ টায় বারডেমের অডিটোরিয়ামে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন এ্যাটর্নি জেনারেল এডভোকেট মাহবুবে আলম। এছাড়াও  সমিতির সভাপতি অধ্যাপক এ কে আজাদ খান, মহাসচিব মো. সাইফ উদ্দিন, বারডেম জেনারেল হাসপাতালের মহাপরিচালক অধ্যাপক জাফর আহমেদ লতিফ, ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালের সিইও অধ্যাপক এম এ রশীদ, অর্গান ট্রান্সপ্ল্যান্ট ইউনিটের প্রধান অধ্যাপক মোহাম্মদ আলী ছাড়াও চিকিৎসক দলের সদস্যরা উপস্থিত ছিলেন।